ঝিনাইদহ প্রতিনিধিঃ মোঃ মাহাবুবুর রহমান।
ঝিনাইদহ কালীগন্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ” এর কালীগন্জ উপজেলা শাখার কমিটি গঠন ও দায়িত্বশীল বৈঠক ১০/৭/০২৪ বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুহতারাম ঝিনাইদহ জেলা সভাপতি, হাফেজ, মাওলানা, আশরাফুল আলম সাহেব।আরো উপস্থিত ছিলেন,কালীগন্জ উপজেলা জামে মসজিদের পেশ ইমাম, মাওলানা,রুহুল আমিন (হাফিঃ) সহ আরো অন্যান্য উলামায়ে কেরাম উপস্তিত ছিলেন।উক্ত বৈঠকে কালীগঞ্জের প্রবীণ হাফেজ গড়ার কারিগর, উস্তাজুল হুফ্ফাজ হাফেজ, হেদায়েত উল্লাহ কে (সভাপতি)। হাফেজ মাওলানা আল আমিন কে সহ (সভাপতি) হাফেজ মাওলানা ফজলুল করিম কে সাধারণ সম্পাদক। হাফেজ, মাওলানা, মেহেদী হাসান ফারুকী কে (সাংগঠনিক) সম্পাদক।
ও হাফেজ মাওলানা আব্দুর রশিদ’কে অর্থ সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। পরিশেষে কালীগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা ইউনুছ আলী সাহেব কে তার নিজ বাসভবনে তার শারীরিক খোঁজ খবর নিয়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান পরিসমাপ্ত করা হয়।