Wednesday, December 25, 2024
Homeঅপরাধ০১টি বিদেশি পিস্তল, ০২টি ওয়ানশুটারগান, ০২টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড গুলি সহ...

০১টি বিদেশি পিস্তল, ০২টি ওয়ানশুটারগান, ০২টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড গুলি সহ ০১ জন গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ

১০ জুলাই ২০২৪ ইং তারিখ ২০:৪৫ ঘটিকায় সিপিসি-১, নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন রসুল ইউনিয়নের চৌরাপাড়া গ্রামস্থ মসুদ্দিন এর মোড়ে জনৈক মোঃ সিরাজুল ইসলাম এর চায়ের দোকানের সামনে ধানসুরা হতে নওগাঁ আঞ্চলিক পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মাসুদ রানা লিটন (৪৮), পিতা-মৃত আমজাদ হোসেন তালুকদার, মাতা-মোছাঃ ফেরদৌসী বেগম, সাং-তালাইমারী, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী’কে বিদেশী পিস্তল-০১টি, ওয়ানশুটারগান-০২টি, ম্যাগাজিন-০২টি এবং গুলি ০৪ রাউন্ড সহ গ্রেফতার করে।

র‌্যাব-৫, সিপিসি-১ এর নিকট গোয়েন্দা তথ্য আসে যে, রাজশাহী থেকে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকায় অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা দল ও একটি চৌকস আভিযানিক দল তৎক্ষণাৎ উক্ত এলাকায় গমন করে এবং প্রাপ্ত গোপন তথ্য এর উপর নির্ভর করে বিবরণ মোতাবেক সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন রসুল ইউনিয়নের চৌরাপাড়া গ্রামস্থ মসুদ্দিন এর মোড়ে জনৈক মোঃ সিরাজুল ইসলাম এর চায়ের দোকানের সামনে ধানসুরা হতে নওগাঁ আঞ্চলিক পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় একটি অটোভ্যানের গতিবিধি সন্দেহ জনক হলে অটোভ্যানকে থামিয়ে তল্লাশীকালে অটোভ্যোনে থাকা যাত্রীর শরীর তল্লাশী করে তার শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ কায়দায় গোঁজা অবস্থায় উল্লেখিত আলামত সমূহ উদ্ধার করা হয়।

উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular