কালীগন্জ ঝিনাইদহ প্রতিনিধি মোঃমাহাবুবুর রহমান।
ঝিনাইদহের কালীগঞ্জে মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের আওতায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ৬ সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শক্তি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল (১১ জুলাই) বিকাল ৪ টায়, উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা শেষে সদস্যদের সন্তানদের হাতে এ চেক তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম, শক্তি ফাউন্ডেশনের রিজিওন হেড শেখ মো: তৌফিকুল ইসলাম, মোঃ দেলশাদ আলী, শাখা ব্যাবস্থাপক আনোয়ারুল ইসলাম, এরিয়া সুপার ভাইজার মনিরুজ্জামান খান, লিগাল অফিসার মোঃ রাকিবুল ইসলামসহ শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।
শক্তি ফাউন্ডেশনের রিজিওন হেড শেখ মো: তৌফিকুল ইসলাম জানান ৪ বছর মেয়াদের এই শিক্ষাবৃত্তি ছয় মাস পর পর চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২ জনকে ১২ হাজার ও ৪ জনকে ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। শিক্ষাবৃত্তির চেক হাতে পেয়ে জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফরদৌসী শোভা বলেন, আমার বাবা দরজির কাছ করেন। আমার লেখাপড়ার খরচা ঠিকমত দিতে পারে না। এই শিক্ষাবৃত্তি পেয়ে আমার লেখাপড়ার জন্য অনেক উপকৃত হবে। শিক্ষাবৃত্তি প্রদান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথী কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন এটি একটি মহৎ উদ্যোগ। শক্তি ফাউন্ডেশন ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি বিশ্বাস করি।