ঝিনাইদহ প্রতিনিধি।
ফলে পুষ্টি অর্থ বেশ- স্মার্ট কৃষির বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটচাঁদপুর উপজেলার চত্বরে দিনব্যাপী ফলমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত এই ফল মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ৮৩-ঝিনাইদহ-৩ মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন মিয়াজি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা কৃষি অফিসার, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ প্রমুখ। মেলাতে কোটচাদপুর উপজেলায় উৎপাদিত অ্যাভোকাডো, আঙ্গুর, দার্জিলিং কমলা, ড্রাগন ভিয়েতনামি মাল্টা, বিলাতি আমড়া, চাইনা থ্রি, স্থানীয় খেজুর, ভিয়েতনামি নারকেল, সুইট লেমন, করমচা, তাল, কাঁঠাল, পেয়ারাসহ প্রায় ৬৫ ধরনের ফল প্রদর্শন করা হয়। এছাড়াও মেলা বিশেষ আকর্ষণ হিসেবে কোটচাঁদপুরে উৎপন্ন মাশরুমের প্রদর্শন ও বিক্রয় করা হয়। এছাড়া ফল গাছ লাগানোকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন উন্নত জাতের ফলের চারা প্রদর্শন ও বিক্রয় করা হয়। দেশীয় ফলের পুষ্টিগুণ সমৃদ্ধ ব্যানার ও ড্রাগনে মাত্রাতিরিক্ত ও অনুমোদনহীন টনিক ব্যবহার না করে নিরাপদ ও পরিবেশবান্ধব ড্রাগনসহ অন্যান্য ফল উৎপাদনে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার চালানো হয়। মাননীয় এমপি মহোদয় জানান, এই উচ্চমুল্যের ফল চাষ করে যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। টাকা দিয়ে কম বেতনের চাকুরীর পেছনে না দৌড়িয়ে উচ্চমুল্যের ফল চাষ, ফলের প্রক্রিয়াজাতকরে চাকুরীর থেকে বেশি আয় করা সম্ভব। এজন্য কারিগরী জ্ঞানের সপ্রসারণ করতে হবে। উপজেলা কৃষি অফিসার জানান, মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন এবং রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতেও পারেন। নতুন নতুন চাষীরা এই উচ্চ মুল্যের ফল চাষ সম্পর্কে জেনে বাণিজ্যিক বাগান করতে আগ্রহী হয়। কৃষি অফিস নতুন ফলের চাষ ও বাণিজ্যিক ফল বাগান সৃজনে সর্বদা কারিগরি সহায়তা প্রদান করছে।