Monday, December 23, 2024
Homeসেবাঝিনাইদহ শৈলকুপায় আর ই আর এমপি-৩ প্রকল্পের নারী কর্মীদের মাঝে চেক বিতরণ...

ঝিনাইদহ শৈলকুপায় আর ই আর এমপি-৩ প্রকল্পের নারী কর্মীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত।

ঝিনাইদহ জেলা প্রতিনিধি। মোঃ মাহাবুবুর রহমান।

ঝিনাইদহের শৈলকুপায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ প্রকল্পে নিয়োজিত নারী কর্মীদের কাজের মেয়াদ গত ৩১ মে ২০২৪ ইং সালে সমাপ্ত হওয়ায় তাদের ব্যাংকে গচ্ছিত টাকার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর শৈলকুপার আয়োজনে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা,মোঃ নায়েব আলী জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী,মোঃ রুহুল ইসলাম।

শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ।ভাতা গ্রহণকারী নারী কর্মীরাসহ আরো অনেকে উপস্তিত ছিলেন। এমপি মোঃ নায়েব আলী জোয়ার্দ্দার ভাতা গ্রহণকারী সুবিধা ভোগী নারীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর,দেওয়া অর্থ যেন কোনোভাবেই নষ্ট না হয়। এই টাকা দিয়ে যেন আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন এ ব্যাপারে তিনি নারীদেরকে উদ্বুদ্ধ করেন। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ রুহুল ইসলাম বলেন,এই প্রকল্পে নিয়োজিত নারীদের বেতনের একটা অংশ কেটে রাখা হত সেই গচ্ছিত টাকা ১৪০ জন নারীদের মাঝে ১ লক্ষ ২০ হাজার টাকা করে মোট ১ কোটি ৬৮ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular