Monday, December 23, 2024
Homeদেশউৎসবস্বাধীনতার বিজয় মিছিল করেন বাসন মেট্রোথানা বি.এন.পি।

স্বাধীনতার বিজয় মিছিল করেন বাসন মেট্রোথানা বি.এন.পি।

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে গন অভ্যুত্থানে রুপ নেয় যাহা এক স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে জয়লাভ করেন ছাত্র সমাজ যার ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতাকে পুনরুদ্ধার করতে সক্ষম হয় এবং গত ০৫-আগষ্ট-২০২৪ইং তারিখে শিক্ষার্থীদের বিজয়ের সমর্থনে ০৬-আগষ্ট-২০২৪ইং তারিখ বাসন মেট্রোথানা বিএনপি এর সকল সদস্য সঙ্ঘবদ্ধ হয়ে বিজয় মিছিল করেন।উক্ত বিজয় মিছিলে অংশগ্রহণ করেন বাসন মেট্রোথানা যুবদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ নাহিদ চৌধুরী বাবু, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শোভন চৌধুরী, বাসন মেট্রোথানা বিএনপি, সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক আসিফ চৌধুরী প্রান্তিক, এছাড়াও ছিলেন ১৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরিয়ান চৌধুরী আনমোন, ও বাসন থানা বি এন পি কার্যনির্বাহী সদস্য মোঃ জামান চৌধুরী সহ অন্যান্য ছাত্রদল সদস্য বৃন্দ এবং সাধারণ জনতা। বাসন মেট্রো থানা বি.এন.পি এর নেতৃত্বে বিজয় মিছিলটি বাসন মেট্রো থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। সবশেষে ভোগড়া বাইপাস মোড়ে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিজয় মিছিলটি সমাপ্তি ঘোষণা করেন।

RELATED ARTICLES

Most Popular