Monday, December 23, 2024
Homeদেশউৎসববাংলাদেশ জামায়াতে ইসলামী হলিধানী ইউনিয়ন শাখার উদ্যোগে শোকরানা মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী হলিধানী ইউনিয়ন শাখার উদ্যোগে শোকরানা মিছিল

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় দীর্ঘ ১৭ বছর পর ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী বাজারে শোকরানা মিছিল করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় তাদেরকে আওয়ামী লীগ সরকারের পতনে শুকরিয়া জ্ঞাপনসহ, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নানারকম স্লোগান দিতে শোনা যায়। মিছিল শেষে শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা সড়কের মোড়ে জমায়েত হয়। এ সময় নেতাকর্মীরা সড়কে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাতে উপস্থিত নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

বক্তারা বলেন, সদ্য পতন হওয়া ফ্যাসিবাদী সরকার দীর্ঘবছর ধরে আমাদেরকে নানা ধরনের নির্যাতন করেছে। কোনো অপরাধ ছাড়াই আমাদের নেতাকর্মীদের বছরের পর বছর জেলে আটকে রেখেছে। আল্লাহর গজব পড়েছে হাসিনার উপর। আমরা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে দাবি জানাচ্ছি। বক্তারা সাধারণ মানুষের জানমাল রক্ষায় আরও বেশি সচেষ্ট হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

RELATED ARTICLES

Most Popular