Monday, December 23, 2024
Homeদুর্নীতি১৪ বছর ধরে নাইট ডিউটি করেন না নার্স আজাদী পারভীন। দেখান দলীয়...

১৪ বছর ধরে নাইট ডিউটি করেন না নার্স আজাদী পারভীন। দেখান দলীয় প্রভাব

মো: রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার:

দীর্ঘ ১৪ বছর ধরে নাইট ডিউটি করেন না গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্স। এই অভিযোগ উঠেছে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আজাদী পারভীনের বিরুদ্ধে। কিছুদিন আগে নার্সিং এন্ড মিডওয়াইফারি প্রতিনিধি নাজমা আক্তার পলাশবাড়ী হাসপাতাল পরিদর্শন করলে, এই অনিয়মটি উঠে আসে। অভিযোগ উঠেছে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার আফরোজা আক্তারকে অনৈতিক সুবিধা(ঘুষ) প্রদান এবং বর্তমান পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এর প্রভাব খাটিয়ে দীর্ঘ ১৪ বছর ধরে আজাদী পারভীন নাইট ডিউটি করেন না। বলতে গেলে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরপরই আজাদী পারভীন নানা ভাবে দলীয় প্রভাব দেখিয়ে নাইট ডিউটির রোস্টার থেকে তার নাম তুলে নেন।নার্সিং এন্ড মিডওয়াইফারি দপ্তরের তথ্য মতে সকল নার্সদেরই নাইট ডিউটি করা বাধ্যতামূলক। এই নিয়ে হাসপাতালটির অন্যান্য নার্সদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স বলেন- “আজাদী পারভীন দীর্ঘ দিন ধরে নাইট ডিউটি করেন না, তার নাইট ডিউটি সুপারভাইজার ম্যাডাম আমাদের দ্বারা করে নেন।” নাম প্রকাশ না করার শর্তে অপর এক নার্স বলেন, “আজাদী আপা, নাইট ডিউটি তো করেনই না, তিনি বিকালেও ডিউটি করেন না। তারপরেও তিনি দেরীতে কর্মস্থলে আসেন আবার তাড়াতাড়ি চলেও যান।” এই ব্যাপারে ডিজিএনএম এর প্রতিনিধি নাজমা আক্তারের সাথে কথা হলে তিনি জানান- আজাদী কেনো নাইট ডিউটি করেন না, তার কারণ জানতে চাওয়া হয়েছে।” কারণ দর্শানোর পর তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।”বিষয়টির ব্যাপারে অধিকতর তথ্যের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিনিধিকে জানান- “এই ব্যাপারে নার্সিং সুপারভাইজার ভাল বলতে পারবেন।” প্রায় সাড়ে ৪ বছর যাবত বর্তমান টিএইচও এই হাসপাতালে কর্মরত আছেন। তিনি থাকার পরেও একজন নার্স কিভাবে ডিউটি ফাঁকি দিয়ে আসছেন তা জেনে অনেকেই অবাক হয়েছেন। এর দায়-দায়িত্ব আপনার উপর বর্তায় কি-না তা জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান এই প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

RELATED ARTICLES

Most Popular