Tuesday, December 24, 2024
Homeরাজনীতিঝিনাইদহ কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি।মোঃ মাহাবুবুর রহমান।

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজেরা নির্দেশনায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। বর্ণাঢ্য এ র‌্যালীতে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক সাহেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, মাসুম পারভেজ, আব্দুস সামাদ, দেলোয়ার হোসেন, এরশাদ হোসেন সোনা, সাজেদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, বুলবুল আহমেদ, সাহেব আলী, হাসানুজ্জামান লিসান, টোকন মল্লিকসহ অন্যান্যরা।আলোচনা সভায় বক্তারা দীর্ঘ আওয়ামী স্বৈর শাসনের পর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা ছাত্র-জনতাসহ দেশবাসীর জন্য এক বিশাল বিজয়। এই বিজয় ধরে রাখার দায়িত্ব আমাদের। এই বিজয় ধরে রেখে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

RELATED ARTICLES

Most Popular