Wednesday, December 25, 2024
Homeদেশগাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ স্কুল ছাত্র রিয়াদের সুচিকিৎসায় সহযোগিতা...

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ স্কুল ছাত্র রিয়াদের সুচিকিৎসায় সহযোগিতা চান  দেশের বিত্তবানদের কাছে।

মো: রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাড়া দিয়ে গত ১৮ জুলাই সকালে বগুড়া শহরের সাতমাথায় কোটা বিরোধী মিছিলে যোগ দেয় বগুড়া আর্মস পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলের ছাত্র এসএসসি পরীক্ষার্থী রিয়াদ (১৫)। এক পর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত হলে আন্দোলনরত  ছাত্ররা তাকে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে অনেকে রিয়াদের বাবা-মাকে ভয়ভীতি দেখালে সেখান থেকে তাকে নিয়ে এসে গোবিন্দগঞ্জ পৌর শহরের মহিমাগঞ্জ রোড সংলগ্ন সেবা ক্লিনিকে ভর্তি করায়।

রিয়াদের পরিবার তার চিকিৎসার সম্পূর্ণ টাকা বহন করতে না পারায় এখন সে বাসায় অবস্থান করছে।আহত শিক্ষার্থী রিয়াদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (প্রধানপাড়া) এলাকার বাস শ্রমিক সাইদুর রহমানের ছেলে।

রিয়াদের বাবা সাইদুর রহমান বলেন, তার ছেলের শরীরে এখনো অনেক বুলেট রয়েছে। অপসারণ করার আর্থিক সামর্থ্য নেই। একজন অসহায় পিতা হিসাবে শ্রমিক সাইদুর তার ছেলের সুচিকিৎসার জন্য সমাজের বিত্তশালী ও প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন। সাহায্যের জন্য যোগাযোগঃ ০১৭১৬১৫৩২৭১

RELATED ARTICLES

Most Popular