Wednesday, December 25, 2024
Homeঅপরাধকোরআন পোড়ানোর ঘটনায় মানব বন্ধন

কোরআন পোড়ানোর ঘটনায় মানব বন্ধন

রিপোর্টার-মোঃউসমান ফারুক- নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে গত বছরের ২৬শে জুলাই ২০২৩ইং পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানব বন্ধনে প্রতিবাদকারীদের নামে মিথ্যা মামলা দেওয়া প্রতিবাদে মিথ্যা মামলা প্রত্যাহার ও চার্জশীট বাতিল এবং ঘটনার পুনতদন্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নালিতাবাড়ীতে।

আজ রোববার (২৫ আগস্ট) বেলা ২টা ৫০মিনিটে উপজেলা পরিষদের সামনে শহরের প্রধান সড়কে কোরআন প্রেমিক তাওহীদি জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মার্কাজ মসজিদের খতিব মুফতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে মানবন্ধনে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও শিক্ষক আব্দুল্লাহ বাদশা, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক দুলাল মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান তারা, ইসলামিক আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ীর সভাপতি আবু ওয়ারেছ, তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মসজিদের খতিব প্রভাষক মোস্তাক আহম্মেদ, তারাগঞ্জ ফাজিল মাদরাসার আরবী প্রভাষক আব্দুল জব্বার, মিথ্যা মামলায় হয়রাণীর শিকার জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক কামাল হোসেন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

Most Popular