Wednesday, December 25, 2024
Homeরাজনীতিগাইবান্ধার সাদুল্লাপুরে জামায়াতের মিছিলে নেতাকর্মীদের ঢল

গাইবান্ধার সাদুল্লাপুরে জামায়াতের মিছিলে নেতাকর্মীদের ঢল

মো: রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার:

শেখ হাসিনার বিচারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় সহস্রাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। ২৫ আগস্ট রোববার বিকেলে মিছিলটি সাদুল্লাপুর উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌমাথা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

এসময় জামায়াতের জেলা রাজনৈতিক সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা সেক্রেটারী জহুরুল হক, জেলা শিবিরের সাবেক সেক্রেটারী আবু তালেব, সাদুল্লাপুর থানা আমির এরশাদুল হক ইমন, সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারী এমএম শাফিউজ্জামান সুমনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জামায়াতে-শিবিরের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সারাদেশে নির্বিচারে ছাত্র-জনতা হত্যা, সীমাহীন দুর্ণীতি, গুম-খুন, প্রশাসনকে দলীয়করণ ও মানুষের বাকস্বাধীনতা হরণ এবং বিচার বিভাগকে দলীয় করণের মূলহোতা শেখ হাসিনা এবং ভারতীয় বন্যা আগ্রাসনের সহযোগিদের দ্রত বিচার দাবি জানান।

RELATED ARTICLES

Most Popular