Monday, December 23, 2024
Homeদেশগাছ লাগিয়ে ভরবো দেশগড়বো সোনার বাংলাদেশ।

গাছ লাগিয়ে ভরবো দেশগড়বো সোনার বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার যুবক ভাইদের নিয়ে বেড়ে ওঠা একটি সংগঠন UYO ( United Youth Organisation) একটি স্বতন্ত্র সমাজ কল্যাণ সংগঠন। সূচনা লগ্ন থেকেই গরীব দুঃখী ও সহায় সম্বলহীন শিশু ও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এই সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ আল মাহমুদ মুরাদ সহ কমিটির সকল সদস্যরা। তারই ধারাবাহিকতায়, গেলো ২২ শে আগস্ট সংগঠন টি আয়োজন করে “বৃক্ষরোপণ কর্মসূচী’২০২৪” সংগঠনটির সিইও জনাব মোঃ সানোয়ারুল ইসলামের তত্ত্বাবধায়নে পরিচালনার দায়িত্বে ছিলেন গভর্নিং বডির সদস্য মোঃ আল মাহমুদ মুরাদ ও কর্মপরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ এম এ রফিক মির্জা, রক্তদান গ্রুপের পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম লিটন, ফুয়াদ হাসান সহ কমিটির অন্যান্য সদস্যরা।

এসময় ছমিরের বাজার থেকে চৌমুহনী বাজার রাস্তার কিছু অংশের দুপাশে মেহগনি ও বেলজিয়াম গাছের চারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পেয়ারা, জাম, কাঁঠাল ও জাত নিমের চারা রোপন করা হয়। মন্দিরের সামনে ও রাস্তার পাশ্ববর্তী বাড়িতে পেয়ারা গাছের চারা রোপনকালে ভাইস চেয়ারম্যান বলেন, যুবক ভাইদেরকে একতাবদ্ধ হয়ে সমাজের উন্নয়ন মূলক কাজ করার মাধ্যমে আমাদের দেশকে সবুজে সবুজে ভরিয়ে ফেলতে হবে।

তারপর এলাকাবাসীকে গাছ গুলোর যত্ন নেওয়ার আহবান জানিয়ে এবং বন্যার্তদের জন্য ফান্ড কালেকশনের কর্মসূচী ঘোষণার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করা হয়। সুন্দরগঞ্জের সকল যুবক ভাইদেরকে একতাবদ্ধ করে সংগঠনটির প্রসারতা এবং সহযোগীমূলক কাজের চিন্তাধারাকে অব্যহত রাখতে সকলকে পাশে থাকার আহবান জানিয়েছেন UYO এর প্রতিষ্ঠাতা মোঃ আল মাহমুদ মুরাদ।

RELATED ARTICLES

Most Popular