Wednesday, December 25, 2024
Homeদেশকুষটিয়ায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

কুষটিয়ায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

(কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে কুষ্টিয়া – প্রাগপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। বুধবার সকাল থেকে শুরু হয় এই বিক্ষোভ কর্মসূচি। এতে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে প্রতিষ্ঠানের সামনের সড়ক অবরোধ করেন তারা। এসময় ছাত্রদের উপর চড়াও হয়ে তাদের ধাওয়া করেন প্রধান শিক্ষকের লোকজন। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এবিষয়ে একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের নানা অনিয়ম, প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজে গাফিলতি, নিয়োগ বানিজ্য সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষার্থীরা আরো বলে,গেল সোবার ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রধান শিক্ষকের কাছে একটি আবদেন করি। তার প্রেক্ষিতে আজকে প্রধান শিক্ষক বহিরাগতদের নিয়ে স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর চড়াও হয়। তাই আমরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়কে অবস্থান নিয়েছি।

এবিষয়ে নাম প্রকাশ না করা শর্তে একাধিক শিক্ষক জানান, প্রধান শিক্ষকের নানা অনিয়মের অভিযোগে আজ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছে। তাদের দাবিগুলো যোক্তী আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের বিক্ষোভ অংশ নিয়েছি।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের কাছে জানতে চাইলে, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো মিথ্যা দাবি করে তিনি বলেন, আমার কাছে শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে এসেছিল আমিদের দাবিগুলো নিয়ে বসতে চেয়েছিলাম। প্রধান শিক্ষকের কাছে তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলে উর্ধতন কর্মকর্তা যে সিদ্ধান্ত নিবে আমি তা মেনে নিব।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সফিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনে আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছি তাদের দাবিগুলো শুনে আমরা ব্যাবস্তা গ্রহন করবো।

এবিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠিয়েছি তারা আসলে এবিষয়ে বিস্তারিত বলা যাবে।

RELATED ARTICLES

Most Popular