Monday, December 23, 2024
Homeসেবানোয়াখালী বন্যার্তদের মাঝে বাংলাদেশ মানব কল্যান পরিষদ ফ্রি চিকিৎসা সেবা ও...

নোয়াখালী বন্যার্তদের মাঝে বাংলাদেশ মানব কল্যান পরিষদ ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করেন

নিজস্ব প্রতিবেদক :

সোনাইমুড়ী কাজির হাট বন্যার্তদের আশ্রয় কেন্দ্রে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ এর সৌজন্যে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা কাজির হাট আশ্রয় কেন্দ্র মিলনায়তনে জনকল্যাণমুখী সামাজিক সংগঠন বাংলাদেশ মানব কল্যান পরিষদের চেয়ারম্যান মো ময়নাল হোসেন মারুফ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন করা হয়। সোমবার ২৬ আগষ্ট বন্যার্ত পরিবারের মাঝে ফ্রি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে জরুরী ঔষধ বিতরন করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও সমাজ কর্মী মো ময়নাল হোসেন মারুফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবসেবা একটি ইবাদাত। মানুষের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তাই দূর্যোগ মুহুর্তে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে।

তিনি আরো বলেন, জনস্বাস্থ্য নিরাপত্তায় প্রশাসন, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধির পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে। বন্যার্ত মানুষের পাশাপাশি মানুষের জীবন মান ও জীবিকা নির্বাহে একযোগে সকলকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ মানব কল্যণ পরিষদ সাধারন সম্পাদক মো: আরিফ উল্লাহ ফরহাদ এর সন্চালনায় ও সদস্য ডঃ মোঃ সোহাগ এর সভাপতিত্ব করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পএিকার প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম মারুফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সোহেল সরকার, আম্বর নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, সোনাইমুড়ী কাজির হাট আম্বর নগর ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি বর্গ।

বাংলাদেশ মানব কল্যান পরিষদের উপদেষ্টা সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাএনেতা অধ্যাপক ইকবাল হোসেন রাজু। পক্ষে বক্তব্য রাখেন লিড লিভিং ইকোনমিক অবঃ এগ্রো প্রসেস লিঃ চেয়ারম্যান মো জহিরুল ইসলাম মারুফ।ডাক্তারদের মধ্যে যারা রোগী দেখেছেন মেডিসিন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. মো জহিরুল ইসলাম আর,এম,পি, ফার্মাসিস্ট আপন আহাম্মেদ।

RELATED ARTICLES

Most Popular