Monday, December 23, 2024
Homeসেবাকুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের উদ্দ্যেগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের উদ্দ্যেগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন।

নিজস্ব প্রতিবেদক :

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মানুষ।

ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যায় ইতোমধ্যে পঁয়তাল্লিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর দক্ষিণ উপজেলায় বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম এবং সদর দক্ষিণ উপজেলা ভূমি অফিসার সৈয়দ রেফায়ীআবির।

ত্রান বিতরন কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বন্যা কবলিত লোকজনকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের লোকজনও খাবার নিয়ে পানিবন্দি মানুষের পাশে থেকে সহযোগিতা করছেন। উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বানভাসি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular