নিজস্ব প্রতিবেদক :
জেলা কৃষকদলের উদ্যোগে সাবেক জেলা সভাপতি রুস্তুম আলী চাষীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন এবং জেলা কৃষকদলের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকাল ৩টায় জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা কার্যালয়ে কৃষক দলের জেলা সভাপতি মো: তকদীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সহ সভাপতি মো: হাবিবুর রহমান মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাদেকুল ইসলাম সাদেক ও মো: হুমায়ূন কবীর, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল হক টুটুল, প্রচার সম্পাদক মো: ইয়াসিন হাওলাদার, রাজাপুর উপজেলা সভাপতি মো: ফারুক হোসেন, নলছিটি পৌর সভাপতি মো: শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মো: হেলাল সিকদার, সদর উপজেলা সদস্য সচিব মো: হাফিজুর রহমান, কাঠালিয়া উপজেলা সাধারণ সম্পাদক মো: শহিদুর ইসলাম, নির্বাহী সদস্য মো: বাবুল হাওলাদার বাবু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও রুস্তুম আলী চাষী রুহের মাগফিরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো: ইয়াসিন হোসাইন আবুল।
সভায় জাতীয়তাবাদী কৃষক দল ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক বিষয়ে পর্যালোচনা করা হয়।