Monday, December 23, 2024
Homeসেবাআন্দোলনে শহীদ নওগাঁর ২ পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা

আন্দোলনে শহীদ নওগাঁর ২ পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা

নওগাঁ প্রতিনিধি :

কোটা সংস্কার আন্দোলনে নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে নওগাঁ শহরের রজাকপুর এলাকার আল্-ফারুক ইসলামী একাডেমীর হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দ্বিতীয় দফায় দুই পরিবারকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।জামায়াতে ইসলামীর নওগাঁর সদর উপজেলা শাখার সেক্রেটারি এ্যাডভোকেট আব্দুর রহিম এর সঞ্চালনায় শহীদদের পরিবারে অর্থ সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ পূর্ব শাখার নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দিন।

এ সময় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখার আমীর মাওলানা মোনায়েম হোসাইন, নায়েবে আমীর মাহমুদুল হক এবং সহ: সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ। বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের অনুদান প্রদানের পাশাপাশি এই দুই শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ৫আগষ্ট ঢাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় মাহাফুজ আলম শ্রাবন ও বিল্পব মন্ডল। শহীদ মাহাফুজ আলম শ্রাবন ঢাকার একটি বে-সরকারি প্রতিষ্টানে চাকুরি করতেন এবং বিল্পব মন্ডল সেলুনে কাজ করতেন।অর্থ সহায়তা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

RELATED ARTICLES

Most Popular