Wednesday, December 25, 2024
Homeদেশরংপুর এর গঙ্গাচড়ায় এক বিশাল ওলামা সমাবেশ অনুষ্ঠিত

রংপুর এর গঙ্গাচড়ায় এক বিশাল ওলামা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

রংপুরের গঙ্গাচড়ায় ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ (৩১ আগস্ট) শনিবার সকালে গঙ্গাচড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে।ওলামা বিভাগের আয়োজনে উপজেলা ওলামা ও জামায়াতের কর্মীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জেনারেল সেক্রেটারী ও ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা নূরুল আমীন।

সমাবেশ ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাও: আব্দুল হালিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বংলাদেশ জামায়াতের ইসলামী রংপুর জেলা সহ: সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাও: নাযেবুজ্জামান, গঙ্গাচড়া সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাও: ওয়ালি উল্লাহ্, সমাবেশে উপজলা ওলামা বিভাগ ‘র সেক্রেটারী মাওলানা মো.আব্দুল রাজ্জাক সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামিক সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।

সব শেষে বক্তারা বলেন সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব আজ আমাদেরকে নিতে হবে। গোটা সমাজ ব্যবস্থা কলুষিত হয়ে গেছে। সমাজের নেতৃত্ব আজ আমাদেরকে নিতে হবে। ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলকে কাছে টেনে নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ওলামা বিভাগের ও জামায়াতে ইসলামের ইউনিয়নের নেতা কর্মীনগ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular