নিজস্ব প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার নতুন কার্য্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৫ই আগষ্ট বিকালে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি আ,ফ,ম, আসাদুজ্জামান, হাসানুর রহমান চৌধুরী ডিউক রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি।
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোপাল মহন্ত, সাবেক জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জাহেদুর রহমান প্রধান টুকু, ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, আব্দুল কুদ্দুস সরকার কৃষি কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ ছখি, আব্দুল মান্নান বগুলাগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, রিপোর্টাস ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম মন্ডল, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। এ সময় নতুন কার্যালয়ে এসে সৌজন্যে সাক্ষাৎ করেন উপজেলা বিএনপির আহবায়ক জননেতা ফারুক আহমেদ ও পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, ছাত্রদল উপজেলা শাখার সদস্য সচিব মনির হোসেন। উপস্থিত আরো বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি শাহিন আলম (দৈনিক খোলা কাগজ) যুগ্ন সম্পাদক হেদায়তুল ইসলাম সৌখিন (দ্যা ডেইলি সান), সাংগঠনিক সম্পাদক মুক্তার সরকার (মানবজমিন)। সহ সাংগঠনিক মোস্তাফিজুর রহমান(দাবালন), অর্থ সম্পাদক আবু তারেক (দৈনিক সকালের সময়), দপ্তর সম্পাদক জাফর ইকবাল রানা (নাগরিক ভাবনা), প্রচার সম্পাদক খসরু মাহমুদ (দৈনিক বাংলাদেশ সমাচার), সমাজ কল্যান সম্পাদক শহিদুল ইসলাম খোকন (স্বাধীন সংবাদ), কার্যকরী সম্পাদক সদস্য ইসমাইল হোসেন সিরাজী (সংগ্রাম প্রতিদিন) সহ গন্য মান্য ব্যক্তি বর্গ।