ঝিনাইদহ প্রতিনিধি :
মোচিকমিলে কর্মরত শ্রমিকদের সাথে ঝিনাইদহ কালীগন্জ উপজেলা শাখার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৭-০৯-২০২৪ ইং শনিবার সকালে মোচিক মিলে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, ঝিনাইদহ কালীগন্জ উপজেলা শাখার জামায়াতের সম্মানিত আমির, মাওঃ ওলিয়ার রহমান।
আরো উপস্তিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাএ শিবিরের (সাবেক) সভাপতি মোঃ লুৎফার রহমান সহ আরো অনেকেই উপস্তিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, দীর্ঘ ১৬ বছর অনেক শাসন-শোষন আর নিপীড়নের শিকার জামায়াতে ইসলামী ঘুরে দাড়াতে চেষ্টা করছে। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত এ দলটি বিলীন হয়নি। আমরা সব প্রতিকুলতা পেরিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এ জন্য সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই আইন ও নিয়ম নীতির মাধ্যমে দেশ চলুক। কেউ পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করলে এবং কোন জন সাধারণকে হয়রানি, জুলুম, নির্যাতন করলে আমরা তার কঠিন জবাব দেব। সুষ্ঠু রাজনৈতিক চর্চা তৈরির জন্য আমরা বদ্ধ পরিকর। সুন্দর ও আগামীর কালীগন্জ গড়তে মোচিকমিলে শ্রমিকদের সহযোগিতা কামনা করে জামাত নেতৃবৃন্দ।
এ সময় কালীগন্জ উপজেলার মোচিকমিলে কর্মরত অনেকে উপস্থিত ছিলেন।