Thursday, December 26, 2024
Homeদেশসাঘাটায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠনঃ

সাঘাটায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠনঃ

নিজস্ব প্রতিবেদক :

গাইবান্ধার সাঘাটা প্রেসক্লাবের নতুন স্থাপিত ২০২৪ ইং কমিটি গঠন করা হয়। ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে বোনারপাড়া হাকিমের মোড় এশিয়ান টিভির প্রতিনিধির কার্যালয়ে আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ১৭ সদস্যের  কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি আসাদ  খন্দকার (দৈনিক মাধুকর), সিনিয়র  সহ-সভাপতি মনিরুজ্জামান বুলেন (দৈনিক নয়া দিগন্ত), সহ সভাপতি আনোয়ার হোসেন রানা (দৈনিক যায় যায় দিন ), সহ সভাপতি এস, এম, মিজানুর রহমান মিজান (দৈনিক জনতা), সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন রেইন (এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজ), সহ  সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন (দৈনিক বায়ান্নর আলো ও সিএনএন বাংলা টিভি), সহ সাধারণ সম্পাদক মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) (দৈনিক প্রধান সংবাদ), সহ-সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহম্মেদ (দৈনিক উত্তরবঙ্গ), সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম জুয়েল (দৈনিক মহাস্থান), কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান (কলম যোদ্ধা), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সুমন (ফটোগ্রাফার), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কবির হোসেন (সাপ্তাহিক গাইবান্ধার খবর),  আইন বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা সুমন (দৈনিক বজ্র শক্তি), ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিলিপস (দৈনিক মুক্ত প্রভাত ও সাঘাটা  নিউজ ডটকম), সাংস্কৃতিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম (দেশ সেবা ও অপরাধ তালাশ), কার্যকরী সদস্য মোঃ সোহাগ মিয়া (দৈনিক মত প্রকাশ), মোঃ পুটু মিয়া (সন্ধ্যা বাণী), মোঃ মিজানুর রহমান (কলম যোদ্ধা)।

উপদেষ্টা শিল্পপতি নাজেমুল ইসলাম নয়ন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। সভায় সিদ্ধান্ত হয় পরবর্তীতে আরো উপদেষ্টা নেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular