Monday, December 23, 2024
Homeসেবামৌলভীবাজারে বন্যার্তদের পাশে দাঁড়ালো বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন।

মৌলভীবাজারে বন্যার্তদের পাশে দাঁড়ালো বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন।

আব্দুল বারী- গাজীপুর

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে মৌলভীবাজারের ১০ পরিবার কে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১০ টায় মৌলভীবাজার, কুলাউড়া থানা, শরীফপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম শামীম এর সার্বিক সহযোগিতায় কেন্দ্রীয় কমিটির একটি টিম বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ও সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে যায়।

উক্ত টিমে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি- তারেক রহমান জাহাঙ্গীর, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন এর ঢাকা জেলার সভাপতি- মোঃ শিপন আহমেদ, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক- মাওলানা মোঃ আমির উদ্দিন কাশেমী। শরিফপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড লাল মিয়া মেম্বারের উপস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ টি পরিবারকে (২৬ এমএম) ঢেউটিন বিতরণ করা হয়।

এ সময় তারেক রহমান জাহাঙ্গীর বলেন “হাতে হাত ধরি সুন্দর সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে আমরা মৌলভীবাজার কুলাউড়া থানা শরিফপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে ১০ টি পরিবার কে আবুল খায়ের (২৬ এমএম) ঢেউটিন বিতরণ করা জন্য এখানে এসেছি।

শরিফপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ড থেকে বেছে বেছে ১০ টি পরিবারকে পুনর্বাসন করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ধরনের কার্যক্রম সারা বাংলাদেশ ব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ এবং পুনর্বাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।ত্রাণ বিতরণের সময় ভুক্তভোগীরা বলেন আমরা বন্যা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এ পর্যন্ত কোন লোক ত্রাণ দিতে আসে নাই। বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছে এরকম খবর আমরা পেয়েছি কিন্তু আমরা এরকম সহযোগিতা এই প্রথম পেলাম। বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন এর কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন এর সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন।

RELATED ARTICLES

Most Popular