মোঃ আব্দুল বারী- গাজীপুর
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি (জিডিআরইউ) এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মুসলিম মিল্লার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে আজ ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী ১৭ সেপ্টেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নিজ কার্যালয় শোভন চৌধুরী কমপ্লেক্স, চৌধুরী বাড়ি, বাসন, গাজীপুর মহানগরে অনুষ্ঠিত হয়।
মো: সাইজুদ্দিন ইসলাম নয়ন ধর্ম বিষয়ক সম্পাদকের সার্বিক সহযোগিতায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মো: ওমর ফারুক গাজীপুরী।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা- মো: আল মামুন, সভাপতি- এম কাজল খান, সহ সভাপতি- মো: মাসুম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক- মো: আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক- এস এম জাহিদ হোসাইন, অর্থ সম্পাদক- মো: আবু সালেক ভূঁইয়া, মহিলা সম্পাদিকা- সুলতানা সরকার। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামান চৌধুরী, মোহাম্মদ বিল্লাল আহমেদ, মোহাম্মদ বাপ্পি রাজ সহ অন্যান্য প্রমোখ।
পরিশেষে দোয়া ও আলোচনা সভার মোনাজাত এবং তবারক বিতরণের পর সভার সমাপ্তি ঘোষণা করা হয়।