Monday, December 23, 2024
Homeদেশগাছ লাগাই ভুরি ভুরি, গাছা থানা সবুজ করি এযেনো অসাধারণ অনুরক্তির বহিঃপ্রকাশ

গাছ লাগাই ভুরি ভুরি, গাছা থানা সবুজ করি এযেনো অসাধারণ অনুরক্তির বহিঃপ্রকাশ

আর কে রেজা- গাজীপুর

গ্রীষ্মের গরমে জনমানুষ তীব্র তাপমাত্রায় যখন হাঁসফাঁস করছিল ঠিক তখনই টিম-২০০১, ১৯ সেপ্টেম্বর ২০২৪ রোজ বৃহস্প্রতিবার সকালে ভিন্নধর্মী আয়োজন নিয়ে প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর।

“গাছ লাগাই ভুরি ভুরি গাছা থানা সবুজ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সঞ্চালন করে কামারজুরি ইউসুফ আলী হাই স্কুল এন্ড গার্লস কলেজ প্রাঙ্গনে ২০০১ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি আয়োজন করে।

এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ মিয়া, মোহাম্মদ শাহজাহান, আব্দুল হাই বাবুল, টিম ২০০১ এর এডমিন এবং গাছা থানা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া, বাটা সু কোম্পানির ম্যানেজার মোহাম্মদ রাগিব হোসেন ছালিম , বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ ও শরিফুল ইসলামসহ প্রমুখ।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করেন গাছা থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ। বর্তমান ছাত্রছাত্রীরা এ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি আরো বেশি বেশি করলে গাছ লাগানোর প্রতি মানুষ আরও অনুপ্রাণিত হবে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হওয়ার পরও এ ধরনের ভিন্ন রকম আয়োজন নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি করাটা নিঃসন্দেহে প্রশংসার দাবি বলেছেন এলাকাবাসী পাশাপাশি টিম ২০০১ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

Most Popular