Monday, December 23, 2024
Homeদেশগাজীপুরের পোড়াবাড়ি মাজার পুনরায় মেরামতের দাবি জানান ভক্ত আশেকান।

গাজীপুরের পোড়াবাড়ি মাজার পুনরায় মেরামতের দাবি জানান ভক্ত আশেকান।

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরীর ২৩ নং ওয়ার্ড পোরাবাড়ি হযরত ফসি উদ্দিন (রা:) এর মাজার ভাঙচুর করার পর আশেকান,পাগল, ভক্তবৃন্দ অবস্থান করেন।

গত শুক্রবার ২০ সেপ্টেম্বর সরজমিনে গিয়ে দেখা যায়, ১৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা কে বা কাহারা মাজার ভাঙচুর করে। ভাঙচুরের পর মুহূর্তে উপস্থিত আশেকান ও ভক্তরা যানান, এই মাজার যারা ভাঙচুর চালিয়েছে তারা ফেরাউনের বংশধর, নাস্তিক, তারা মুসলমান দাবি করা লজ্জাজনক। কারণ এইটা অলির মাজার। কবরবাসী বা মাজারবাসী কখনো অপরাধ করে না।

ভক্তবৃন্দ আরো বলেন, যারা মাজারে অনৈতিক কাজ, মাদক, সেবন করেন তাদের সম্পর্কে বলতে চাই, এই মাজার পবিত্র জায়গা এখানে যদি কেউ কোন প্রকার অবৈধ কাজ করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এজন্য মাজার বাসি বা ভক্তগণ দায়ী নন। যারা এ সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের ব্যক্তিগত সমস্যা। তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনের আইনি ব্যবস্থা নেওয়ার দাবী জানায়।

অন্যায় অপরাধকারীদের কারণে মাজার ভাঙচুর করা শুভ লক্ষণ বলে মনে করি না, ভবিষ্যতে যেকোনো মাজার ভাঙচুর করার চেষ্টা করলে আমরা কঠোর ভাবে মোকাবেলা করব।

পাশাপাশি মাজার ভক্ত ও আশেকানগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবি জানান সরকারের নিজ উদ্যোগে মাজার পুনরায় মেরামত করে ভক্ত, পাগল, আশেকানদের অবস্থান করার সুযোগ করে দিবেন।

RELATED ARTICLES

Most Popular