Monday, December 23, 2024
Homeদেশনওগাঁয় সকল শ্রেণী পেশাজীবীদের সহিত জেলা প্রশাসকের মতবিনিময় 

নওগাঁয় সকল শ্রেণী পেশাজীবীদের সহিত জেলা প্রশাসকের মতবিনিময় 

আব্দুর রশিদ তারেক- নওগাঁ

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সঙ্গে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সেবা গ্রহিতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার এস,এম রবিন শীষের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদ, সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরে আলম সিদ্দিকীসহ অন্যরা। সভায় নানা সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের সমস্যা কথা তুলে ধরেন। পাশাপাশি জনপ্রতিনিধি ও সেবা গ্রহিতাও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে।

এসময় জেলা প্রশাসক আগামীর বৈষম্য বিহীন নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে গঠনমূলক পরামর্শ দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান। পুরো দেশের সঙ্গে নওগাঁ জেলার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।

RELATED ARTICLES

Most Popular