Monday, December 23, 2024
Homeদুর্নীতিধর্মপাশায় পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল আদায় ও গ্রাহক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন...

ধর্মপাশায় পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল আদায় ও গ্রাহক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মোঃ আরিফুল ইসলাম মুরাদ

ধর্মপাশায় পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত বিল আদায় ও গ্রাহকদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোঃ জহিরুল ইসলাম নামে পল্লী বিদ্যুতের এক গ্রাহক।

২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার ধর্মপাশা ঘুলুয়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলন ভুক্তভোগী জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন আমি পল্লী বিদ্যুৎ সমিতির একজন গ্রাহক। আমি দীর্ঘদিন যাবত পল্লী বিদ্যুৎ সমিতির ভুতুড়ে বিলের শিকার হচ্ছি। আমি যে পরিমান বিদ্যুৎ ব্যবহার করি তারচেয়ে কয়েকগুণ বেশি বিল আসছে। এ নিয়ে বারবার সমিতির কার্যালয়ে অভিযোগ করলেও তার কোন সুরাহা পাচ্ছি না এবং দিনে অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না প্রচুর লোডশেডিং এর জন্য জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এমতাবস্থায় আমি সাংবাদিকদের মাধ্যমে উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জহিরুল ইসলাম ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular