Monday, December 23, 2024
Homeদেশউৎসবঝিনাইদহ হরিণাকুণ্ডু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।

ঝিনাইদহ হরিণাকুণ্ডু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।

ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বৃহস্পতিবার (২৬ শে সেপ্টেম্বর) দুপুরে হরিনাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পূজা মন্দির কমিটির সভাপতি বিজয় বিশ্বাসের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মৎ ঈশিতা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আবু হাসান মাষ্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, অধ্যাপক রেজাউল ইসলাম সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলাম হরিনাকুন্ডু, হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব হরিণাকুণ্ডু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক রাজু আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তর কর্মকর্তাবৃন্দ। এই সময় সভাপতি ও অতিথিরা পৃথক পৃথক বক্তব্য তুলে ধরেন। বক্তব্যে বলেন, হরিনাকুন্ডু উপজেলায় ধর্মীয় সংস্কৃতি বজায় থাকবে বলে বিশ্বাস করি। এরই ধারা হিসেবে পূজা শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য সকলের সহযোগিতার প্রয়োজন। পূজা মন্ডপের নিরাপত্তার জন্য আইন-শৃংখলা বাহিনীর টহল ও দায়িত্বরত আনসার সদস্য পাহারায় থাকবে। প্রত্যেকটি পূজা মন্ডপের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে মন্ডপ কর্তৃপক্ষকে সি সি ক্যামেরা স্থাপনের পরামর্শ প্রদান করেন অতিথি মহোদয়েরা। এছাড়া নিজস্ব ধর্মের উৎসবের জন্য যাতে অন্য সকল ধর্মের আচরণ ব্যাহত না হয় সেই দিকে সবার দৃষ্টি আকর্ষণের আহ্বানও জানান। সকলকে নিজ দায়িত্বে সতর্ক অবস্থায় পূজা উদযাপন করার আহ্বান জানান।

RELATED ARTICLES

Most Popular