Monday, December 23, 2024
Homeদুর্ঘটনামহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত।

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত।

আব্দুর রশিদ তারেক- নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মনিরুল ইসলাম (২৩) ও সারাফাত হোসেন (২২) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধনজইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারাফাতুল উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে। তিনি ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। মনিরুল ইসলাম গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে। শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

সরেজমিনে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে নওগাঁ থেকে বাসায় যাচ্ছিলেন। এ সময় নওহাটা মোড় পার হয়ে ধনজইল মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা নওহাটা পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

RELATED ARTICLES

Most Popular