Monday, December 23, 2024
Homeদেশউৎসবমান্দায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মান্দায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুর রশিদ তারেক- নওগাঁ

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের সতীহাট কে.টি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মান্দা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)।

এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হক বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি’র অন্যতম সদস্য এম.এ মতীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ.কে.এম নাজমুল হক নাজু, যুগ্ম-আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন খান, মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ এবং সদস্য রফিকুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলাদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

Most Popular