Monday, December 23, 2024
Homeসেবানালিতাবাড়ীতে ফাহিম চৌধুরী বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

নালিতাবাড়ীতে ফাহিম চৌধুরী বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

মো: উসমান ফারুক

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সবেক সাংসদ সদস্য মাননীয় হুইপ মরহুম জাহিদ আলী চৌধুরীর সু-যোগ্য সন্তান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরী শেরপুরের নকলা নালিতাবাড়ীতে অতিবৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার কবলে পড়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন থেকে। এ সময় উপস্থিত ছিলেন যোগানিয়া ইউনিয়নের রুহুল আমিন শহর বিএনপি যুগ্ন আহবায়ক,শাহিন সরকার শহর বিএনপি যুগ্ন আহবায়ক,আলি আকবর চান্দু শহর বিএনপি যুগ্ন আহবায়ক, বুলবুল মিয়া সাবেক শহর যুবদলের সাধারণ সম্পাদক, এবং উসমান ফারুক, শমসের আলি রামচন্দ্রকুড়া ইউনিয়ন যুবদল সহ আরো বিভিন্ন এলাকার অনেক নেতৃবৃন্দ।যোগানিয়া ইউনিয়নের জামগড়া চৌরাস্তায় ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করে পর্যায়ক্রমে নুন্নি ইউনিয়নে নুন্নি বাজার, পলাশীকুড়া, বারমারী,নয়াবিল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

প্রত্যেক ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ত্রাণ বিতরণ করেন। পরে চলে আসেন রামচন্দ্রকুরা ইউনিয়নের বৈশাখী বাজারে। বৈশাখী বাজারে ইউনিয়ন বিএনপি শাখা অফিসে যাত্রা বিরতি করেন। যাত্রা বিরতি কালে ইউনিয়ন বিএনপি অফিসে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপির আহবায়ক ও রামচন্দ্রকুড়া ইউনিয়ন যুবদলের সকল নেতাকর্মি। যাত্রা বিরতি শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করে চলে যান সুতিয়ার পাড় বাজার। সর্বশেষ ত্রাণ সামগ্রী বিতরণ করেন মালিতাবাড়ী শহরের কুলু পট্টি এলাকায়।

সকল স্থানে একশ (১০০) পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ কালে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর কাছে বাসস্থান মেরামতের কাজে সহযোগিতা করার জন্য আহ্বান জানালে তিনি বলেন, সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে যতদূর সম্ভব আপনাদেরকে সহযোগিতা করা হবে।

আরো বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকায় যদি আরো ত্রাণের প্রয়োজন হয় আপনারা আমাকে অবহিত করবেন আমি যথাসাধ্য ব্যবস্থা করব ইনশাল্লাহ।

RELATED ARTICLES

Most Popular