Monday, December 23, 2024
Homeদেশউৎসবআজ বিদায় নিলো দুর্গা মণ্ডপে মণ্ডপে বিরহের সুর।

আজ বিদায় নিলো দুর্গা মণ্ডপে মণ্ডপে বিরহের সুর।

কালীগন্জ(ঝিনাইদহ) প্রতিনিধি।

শুভ বিজয়া দশমী রবিবারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিসর্জনের সময় এগিয়ে আসায় মণ্ডপে মণ্ডপে বিদায় ও বিষাদের ধ্বনি বাজতে শুরু করেছে। আজ রোববার (১৩ অক্টোবর) দুপুর ২টার পর থেকেই প্রতীমা বিসর্জন শুরু হয়েছে। কোথাও কোথাও সে আনুষ্ঠানিকতা আজ কান্নায় রুপ নিয়েছে।

এদিকে দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মাতেন হিন্দু ধর্মালম্বী ভাই বোনরা। সনাতন ধর্মাবলম্বীর ভক্তরা জানান, দেবীদূর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় এবং মানব জীবনে শান্তির প্রার্থনা করেছেন তারা।

হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদুর্গা। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।

এরইমধ্যে আজ রোববার সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন দেয়ার সময় বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানাযায় বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তাছাড়া, কয়েকটি স্থানে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। এছাড়া পুলিশের বেশকয়েকটি বিশেষায়িত ইউনিটও নিরাপত্তার দায়িত্বে রয়েছে বলেও জানানো হয়।ঝিনাইদহ কালীগন্জ শান্তি পুর্ণ ভাবে পালিত হয়েছে সনাতনধর্মাবলম্বী ভাই বোন দের সব থেকে বড় উৎসব।

RELATED ARTICLES

Most Popular