Monday, December 23, 2024
Homeদুর্ঘটনাকালিগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে ৭ বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু।

কালিগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে ৭ বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু।

মাহাবুবুর রহমান:

ঝিনাইদহ কালীগঞ্জ বলিদাপাড়া গ্রামের (৬ নং ওয়ার্ডে) নানা বাড়ি বেড়াতে এসেছিল ২ দিন আগে আয়াত হোসেন (৭) নামের ছেলেটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ আনুমানিক বেলা ১২ টার দিকে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড সংলগ্ন চিত্রা নদীর ঘাটে নেমে গোসল করছিল আয়াত। সময় পেরিয়ে গেলে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। বেলা ৩ টার সময় তার পরনের জামা, প্যান্ট, জুতা নদীপাড়ে পাওয়া যায়। কিছুসময় পর পানিতে নেমে খোঁজাখুঁজির পর শিশু আয়াতকে ডুবন্ত অবস্থায় পানিতে পাওয়া যায়।

পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আয়াত হোসেনের বাড়ী ঝিনাইদহ হামদহ, বয়স ৭ বছর ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন।

RELATED ARTICLES

Most Popular