Tuesday, December 24, 2024
Homeদেশনবীনগর নিউ মডেল প্রেস ক্লাব ও রিপোটার্স প্রেস ক্লাব নবীনগর এর যৌথ...

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাব ও রিপোটার্স প্রেস ক্লাব নবীনগর এর যৌথ উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ

মোঃ খলিলুর রহমান খলিলঃ

১৯/১০/২৪ রোজ শনিবার নবীনগর নিউ মডেল প্রেস ক্লাব ও রিপোটার্স প্রেস ক্লাব নবীনগর এর যৌথ উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।সকাল নয়টায় নবীনগর লঞ্চ ঘাট থেকে মরিচাকান্দির উদ্দেশ্য যাত্রাকরে।এ সময় দুটি সংগঠনের ষাটজনের মতো সদস্য, পরিবার ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

লঞ্চের মধ্যে দুই সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লঞ্চ প্রথমে গিয়ে রায়পুরার শান্তি পুরে যাত্রা বিরতি করে। শান্তি পুরে দুই সংগঠনের পক্ষ থেকে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা গোল শূন্য ড্র হয়।খেলা শেষে এমপি টিল্লায় অবস্থান করে মেঘনা নদীতে সাঁতারের আয়োজন করা হয়।

গোসল শেষে লঞ্চ মরিচাকান্দির উদ্দেশ্যে রওয়ানা করে,মরিচা কান্দিতে হালকা নাস্তা করে সদস্যরা লঞ্চ নিয়ে সলিমগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। সলিমগঞ্জের দুপুরের খাবার-দাবারের পর লঞ্চ পুনরায় নবীনগরের উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা সাতটায় এসে নবীনগর লঞ্চঘাটে আনন্দ ভ্রমণের সমাপ্তি ঘটে।

এ সময় নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও রিপোটার্স প্রেস ক্লাব নবীনগর এর সভাপতি ইখতিয়ার মামুন, সাধারণ সম্পাদক রুহুল আমিন যাবতীয় আনন্দ ভ্রমণ চমৎকার ভাবে সমাপ্তি হওয়ায় সদস্যদের ধন্যবাদ জানান ও আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RELATED ARTICLES

Most Popular