Tuesday, December 24, 2024
Homeদেশপ্রতিশ্রুতি বদ্ধ হয়ে কথা রাখলেন নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী।

প্রতিশ্রুতি বদ্ধ হয়ে কথা রাখলেন নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী।

মোঃ খলিলুর রহমান খলিলঃ

নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর টু আশুগঞ্জ সড়কের গলার কাঁটা সিতারামপুর থেকে কৃষ্ণনগর চার কিলোমিটার রাস্তা। আওয়ামী লীগ সরকারের আমলে গত ষোল বছরে নবীনগরে অনেক রাস্তার উন্নয়ন হলেও রহস্য জনক কারণে এই চার কিলোমিটার রাস্তার কোন উন্নয়ন হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারী পর্যন্তও এই রাস্তাটি ছিল নবীনগর থেকে জেলা সদরে যোগাযোগের একমাত্র মাধ্যম। এই রাস্তাটি মেরামতের জন্য বিগত সরকারের অনেক জনপ্রতিনিধি কথা দিলেও কেউ কথা রাখেনি। কথা রেখেছেন সদ্য যোগদান করা নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী। তিনি নবীনগরে যোগদানের পর এই রাস্তার বিষয়ে অবগত হয়ে সরেজমিনে গিয়ে রাস্তা মেরামতের বিষয়ে পদক্ষেপ নেন। এই রাস্তা মেরামতের কাজ চলমান। জনমনে এসেছে স্বস্তি।

জনগন রাস্তা মেরামতের খবরে আনন্দিত হয়েছেন।নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন এলাকাবাসী।

RELATED ARTICLES

Most Popular