Monday, December 23, 2024
Homeদুর্ঘটনানালিতাবাড়িতে পিকআপ ও সিএনজির সম্মুখ সংঘর্ষে নিহত-৪,আহত-৩ জন।

নালিতাবাড়িতে পিকআপ ও সিএনজির সম্মুখ সংঘর্ষে নিহত-৪,আহত-৩ জন।

উসমান ফারুক নালিতাবাড়ী প্রতিনিধিঃ

শেরপুরের নকলা উপজেলায় নালিতাবাড়ী থেকে ছেড়ে আসা সিএনজি নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় আসলে ময়মনসিংহ থেকে শেরপুর গামী পিকআপ মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি টি দুমরে মুচড়ে যায়। সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে ৪জন নিহত হয় এবং ৩জন আহত। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ই নভেম্বর ২০২৪ইং) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের কন্যা তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পালাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুলতান মিয়ার স্ত্রী সাবিনা বেগম (২০) ও একই উপজেলার সাহাপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সিএনজি চালক আলাল উদ্দিন (৩৫)।আহতরা হলো- নিহত তায়েবার বড় বোন তোবা (১৬), ছোট ভাই আদনান ছাবিদ (৩) ও মা উম্মে সালমা (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার উম্মে সালমা তার তিন সন্তানকে নিয়ে দুই দিন আগে শেরপুরের এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। আজ বুধবার নালিতাবাড়ী থেকে ময়মনসিংহের উদ্যেশে সিএনজিযোগে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড় হয়ে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে সিএনজিটি ওঠার সময় ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তায়েবা ও তাজেন মিয়া মারা যায়। এসময় আশপাশের লোকজন দ্রুত হতাহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে সাবিনা বেগম ও আলাল উদ্দিন মারা যান। আহত অন্যদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপের চালক পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে সিএনজি ও পিকআপ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

Most Popular