Monday, December 23, 2024
Homeদুর্ঘটনানবীনগরে সাতমোড়া গ্রামে রাতের আধারে বসতভিটা পুড়ে ছাই।

নবীনগরে সাতমোড়া গ্রামে রাতের আধারে বসতভিটা পুড়ে ছাই।

মোঃ খলিলুর রহমান খলিলঃ

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় এক প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই, এতে ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রায় ৭/৮ লক্ষ টাকা। গভীর রাতে ঘঠে যাওয়া এই দুর্ঘঠনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। ঘটনাটি ঘটেছে ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের সাতমোড়া পূর্বপাড়ার মরহুম শিশু মাষ্টারের ছেলে সৌদিআরব প্রবাসী মো, জসিম উদ্দিন নিজের বারান্দা ওয়ালা টিনসেড বসতঘরে।

জানা যায়, ঢাকায় বাড়ি নির্মানের কাজে জসিম উদ্দিনের পরিবারের লোকজন সবাই ঢাকা ছিলো। ধারণা করা হচ্ছে, ঘরের ভিতরে রাখা ইলেকট্রনিকস যন্ত্রপাতি থেকে বুধবার রাতের যেকোনো এক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয় এবং অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে নিমেষেই বাড়ি ও ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়। এতে ক্ষয়ক্ষতি ৭/৮ লক্ষ টাকা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে নবীনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই ব্যাপারে ভুক্তভোগী প্রবাসী জসিম উদ্দিনের পরিবারের লোকজনের সাথে কোনপ্রকার যোগাযোগ করা যায়নি, আজ ঢাকা থেকে সাতমোড়া আসার কথা রয়েছে ভুক্তভোগী প্রবাসী জসিম উদ্দিন এর স্বজনেরা।

RELATED ARTICLES

Most Popular