Monday, December 23, 2024
Homeরাজনীতিক্ষমতায় গেলে আন্দোলনের সঙ্গীয় দল নিয়ে সরকার গঠন করবে বিএনপি।

ক্ষমতায় গেলে আন্দোলনের সঙ্গীয় দল নিয়ে সরকার গঠন করবে বিএনপি।

মোঃ মাহবুবুর রহমান সোহেলঃ

নির্বাচিত হয়ে আসতে পারলে বিএনপি একা দেশ চালাবে না। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে আসবে, যারা বিএনপির সঙ্গে আন্দোলন করেছে তাদের নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি।

আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একথা বলেন।

এছাড়াও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আপনারা শুধু বলেন আমরা শুধু নির্বাচন নির্বাচন করি, নির্বাচন বলি জাতির স্বার্থে বিএনপির স্বার্থে তো করছি না। কটি বিষয় আমাদের সবার স্বীকার করতেই হবে, এদের কারও রাজনৈতিক অভিজ্ঞতা নেই। এর আলাদা যোগ-বিয়োগ আছে, এর আলাদা ইকুয়েশন আছে। এটা বুঝতে পারবে রাজনীতিবিদরা। এজন্য আমরা রাজনীতিবিদরা বলছি নির্বাচন দ্রুত করো।

RELATED ARTICLES

Most Popular