মাহাবুবুর রহমান, ঝিনাইদহ থেকেঃ
দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটির আর্থিক সহযোগিতায়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে, রাইটস যশোর এর আয়োজনে এবং জেলা লিগ্যাল এইড কমিটি, ঝিনাইদহের সহযোগিতায় আইন সহায়তা এ্যাকটিভিটি প্রকল্পের প্রকল্প অবহিতকরন সভা নবগঙ্গা সম্মেলন কক্ষ, জেলা ও দায়রা জজ আদালত, ঝিনাইদহে অনুষ্ঠিত হয়।
উক্ত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, ঝিনাইদহ জনাব মোঃ এমরান হোসেন চৌধুরী। বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয় লিগ্যাল এইড এর কার্যক্রম কে আরো গতিশীল করার জন্য প্রচার- প্রচারনা বৃদ্ধির উপর জোরদেন। উপস্থিত সকল কে যে যার অবস্থান হতে সহযোগিতায় জন্য আহবান জানান। আইন সহায়তা এ্যাকটিভিটিকে বেগবান করতে রাইটস যশোর কে পূর্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন রাইটস যশোর সংস্থার নির্বাহী পরিচালক জনাব বিনয় কৃষ্ণ মল্লিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল),চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), জেলা প্রশাসক সার্বিক, এসপি,পিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি জনাব করুনা কিশোর চক্রবর্তী, কম্পোনেন্ট ম্যানেজার, এ্যাড. ফাইয়াজ আহমাদ পান্থ, সিনিয়র প্রোগ্রাম অফিসার, মোঃ আবুল কালাম আজাদ, প্রোগ্রাম অফিসার। উক্ত অবহিতকরন সভায় রাইটস যশোর এর কার্যক্রম এবং দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব প্রদীপ কুমার, প্রোগ্রাম ডিরেক্টর এবং এস এম আজহারুল ইসলাম, উপ -পরিচালক, রাইটস যশোর।
এছাড়া আরো উপিস্থত ছিলেন উপ-পরিচালক মহিলা বিষয়ক কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থা, জেলা তথ্য কর্মকর্তা, ওসি,পিপি এপিপি. সাংবাদিক ও প্যানেল আইনজীবী, ইউপি চেয়ারম্যান, সদস্য, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং রাইটস যশোরের প্রতিনিধিবৃন্দ। সভায় বক্তারা সরকারী আইন সহায়তা কার্যক্রমের মাধ্যমে গরীব, অস্বচ্ছল, পিছিয়েপড়া জনগোষ্ঠি ও নির্যাতিত মানুষের আইনী অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।