নিজস্ব প্রতিবেদকঃ
গত ২২ নভেম্বর ২০২৪ইং রোজ শুক্রবার মহানগর গোয়েন্দা বিভাগ উত্তর, গাজীপুর মহানগর উত্তর বিভাগ এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুইজন পুরুষ ও দুইজন মহিলাসহ পেশাদার মাদক কারবারীদের গ্রেফতার করা হয়।
গত ২২-১১-২৪ খ্রিষ্টাব্দ ৬.৪৫ ঘটিকার সময় গোপন সূত্রে জানা যায় যে মারিয়ালি কলাবাগান পশ্চিমপাড়া এলাকায় কয়েকজন পেশাদার মাদক কারবারি মাদকসহ অবস্থান করছে এই সংবাদের ভিত্তিতে জিএমপির পুলিশ কমিশনার (উত্তর) জনাব আবু তেরাব মোঃ শামসুর রহমান এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) এর এসআই মো: কামরুল হাসান, এএসআই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যে ৭.২৫ মিনিটে জিএমপি সদর থানাধীন মারিয়ালি কলাবাগান পশ্চিমপাড়া এলাকা হতে নুরু মিয়া ও মনি বেগমকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে এবং তাদের দেয়া তথ্য মতে জিএমপি সদর থানাধীন পাজুলিয়া দক্ষিণপাড়া হইতে রুমি বেগম ও মোঃ নাজমুল হোসেনকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। ধৃত আসামিরা পরস্পর জ্ঞাতসারে নিজ নিজ দখল ও হেফাজতে অবৈধ মাদক গাঁজা রাখার অপরাধ করায় তাদের গ্রেফতার করা হয়।