Monday, December 23, 2024
Homeঅপরাধগ্লাস ফিটিংস এর দোকানের আড়ালে মাদক ব্যবসা, আটক ২

গ্লাস ফিটিংস এর দোকানের আড়ালে মাদক ব্যবসা, আটক ২

মোঃ মাহবুবুর রহমান সোহেল (ষ্টাফ রিপোর্টার)

গাজীপুরে কালীগঞ্জে মো. হিমেল হোসেন (২৮) ও মোঃ শাহীন আকন্দ (৪৪) নামের দুই মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে সোমবার (০২ ডিসেম্বর) দিবাগত উপজেলা বক্তারপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হিমেল উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে ও শাহীন একই এলাকার পৈলানপুর গ্রামের মৃত আমজাত আকন্দের ছেলে।

ওসি, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বক্তারপুর বাজারে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় থানার এসআই মো. জহিরুল ইসলাম ও মো. মনিরুজ্জামান। পরে সেই বাজারে হিমেলের গ্লাস ফিটিং এর একটি দোকান থেকে হিমেল ও শাহীনকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাদেরকে মাদক মামলায় (নং-৪) গ্রেফতার দেখিয়ে সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তারা পেশাদার মাদক কারবারি। মূলত গ্লাস ফিটিংস এর দোকানের আড়ালে মাদকের ব্যবসা করতো। থানা পুলিশের এই ধরনের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা

RELATED ARTICLES

Most Popular