মোঃ মাহবুবুর রহমান সোহেলঃ
২ ডিসেম্বর ২০২৪ গাজীপুরের কালিয়াকৈরে ককটেল ফাটিয়ে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ২ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর বাজারের আন্দারমানিক রোডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল ইসলাম উপজেলার সফিপুর রঙ্গার টেক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বিকাশ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের বেলায় দোকান বন্ধ করে টাকার ব্যাগ হাতে বাসায় ফিরছিলেন সাইফুল। সফিপুরের আন্দারমানিক রোডের সাউথ ব্রিজ স্কুলের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী সাইফুল ইসলামকে (৪৫) ওই এলাকার স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, বিকাশ ব্যবসায়ী সাইফুলকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে আমরা সুষ্ঠু তদন্ত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।