Monday, December 23, 2024
Homeদেশনবীনগর রিপোর্টার্স ক্লাবের কার্যলয়ের শুভ উদ্বোধন

নবীনগর রিপোর্টার্স ক্লাবের কার্যলয়ের শুভ উদ্বোধন

মোঃ খলিলুর রহমান খলিলঃ

নবীনগর রিপোর্টার্স ক্লাবের কার্যলয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত, পবিত্র কোরআন থেকে তেলোআতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুর সভাপতিত্বে ও সফিকুল ইসলাম শরিফের সঞ্চালনায়, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এফ এস জামিল পাভেল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন।

এছাড়াও আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালিন সভাপতি অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, প্রেস ক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা, জহির উদ্দিন জহির, নবীনগর মডেল প্লেস ক্লাবের সহ-সভাপতি আনোয়ার খলিল , ইকরাম, নিউ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির, বাসকপ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সোহেল খান, এনজিও পেইজ ব্যাংকের ম্যানেজার শামীম আহমেদ সহ নবীনগর উপজেলার সাংবাদিক বৃন্দরা।

এ সময় উপস্থিত অতিথি বৃন্দরা বলেন সাংবাদিকরা যেন সবাই মিলেমিশে এক হয়ে সঠিক তথ্য সংগ্রহ করে সঠিক সংবাদটা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেন, এ সময় সাংবাদিক নেতারা বলেন সঠিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোন সংবাদ কর্মি হয়রানির শিকার হলে আমরা তার পাশে থাকবো।

RELATED ARTICLES

Most Popular