Monday, December 23, 2024
Homeদেশনবীনগরে শীতার্তদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কম্বল বিতরণ।

নবীনগরে শীতার্তদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কম্বল বিতরণ।

মোঃ খলিলুর রহমানঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের নবীনগর শাখার উদ্যোগে শনিবার রাত ৮ টা থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার পৌর সদর বাজার থেকে শুরু করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তজ্জব আলী মার্কেট ও হযরত দয়াল বাবা হাসান শাহ (সঃ) মাজারে থাকা ছিন্নমূল ও অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সোহেল খান, সাংগঠনিক সম্পাদক পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম, সম্মানিত সদস্য, ক খ ম হযরত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাপতি মো. হেলাল খান বলেন, আমরা সংবাকর্মীরা কেবল কলম সৈনিক হলেই চলে আমাদের চারপাশের অসহায় মানুষদের পাশেও সাধ্যমত দাঁড়ানো উচিত। আমাদের সাংবাদিক সংগঠন থেকে মানবিক সহায়তার ধারা সব সময় অব্যাহত আছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন।

সাধারণ সম্পাদক মো. সোহেল খান বলেন, আমাদের সংগঠন করার পর থেকে যে কোন ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ সব সময় করার জন্য যেনো আল্লাহ সে তৌফিক দান করেন।স

RELATED ARTICLES

Most Popular