Monday, December 23, 2024
Homeদেশকোনাবাড়ী থানা প্রেসক্লাব কে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।

কোনাবাড়ী থানা প্রেসক্লাব কে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।

মোঃ আব্দুল বারীঃ

কোনাবাড়ী থানা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন।

শনিবার (৭ই ডিসেম্বর ২০২৪ইং) সন্ধ্যায় বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম শামীম ভাইয়ের পক্ষে কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মশিউর রহমান একগুচ্ছ ফুলেল শুভেচ্ছা নিয়ে অভিনন্দন জানাতে কোনাবাড়ি থানা প্রেসক্লাবে আগমন করেন।

কোনাবাড়ীর কাচ্চি বাড়ী রেস্টুরেন্টে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ মেহেদী হাসান রিয়াদ যুগ্ম সাধারণ সম্পাদক কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাকির হোসেন জেনারেল ম্যানেজার ফুলজুরি গ্রুপ, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাহউদ্দিন আহমেদ, সহ-সভাপতি আতিকুজ্জামান খান মিথুন, সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসমত, কোষাধ্যক্ষ জুলফিকার আলী জুয়েল, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ শেখ, নির্বাহী সদস্য নাফিউল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমান সহ অন্যান্য প্রমুখ।

অনুষ্ঠানে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উপদেষ্টা তার বক্তব্যে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের প্রশংসা করে তিনি বলেন, বিগত ত্রিশ বছরের মধ্যে কোনাবাড়ীতে কোন প্রেসক্লাব এরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ও পরিচিতি সভা করে দেখাতে পারেনি। কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সকল সদস্যের মাঝে সুন্দর একতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দোয়া করেন এবং দিক নির্দেশনামূলক কিছু কথা বলেন। কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি সব সময় কোনাবাড়ী থানা প্রেসক্লাবের পাশে আছে ও থাকবে। কোনাবাড়ি থানা প্রেসক্লাবের উন্নতি ও সর্বোচ্চ সফলতা কামনা করে তার বক্তব্য শেষ করেন।

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে আসা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর বলেন, গাজীপুর জেলার মধ্যে অনেক সাংবাদিক সংগঠন দেখেছি কিন্তু কোনাবাড়ী থানা প্রেসক্লাবের মতো এত সুন্দর গোছালো ও একতা সম্পন্ন সংগঠন কখনো দেখিনি। কোনাবাড়ী থানা প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠান আমাকে মুগ্ধ করেছে। আমি অনুপ্রাণিত হয়েছি এবং সেই সাথে এটাও বিশ্বাস করি অন্যদেরকে অনুপ্রাণিত করেছে যে, সংগঠন করলে এরকম একতাবদ্ধ হয়ে কাজ করতে হয়। আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন সকল সাংবাদিকদের পাশে আছি ও থাকবে। যেকোনো সময় যে কোন প্রয়োজনে আমাদের কাছে পাবে আমরা মানব সেবায় এবং সমাজের সকল অপরাধ নির্মূল করার লক্ষ্যে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাব।

এদিকে মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মশিউর রহমান ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিতে এসে বলেন, সাংবাদিক সংগঠন সাংবাদিকদের কল্যাণে যেকোন বিপদে ও প্রয়োজনে পাশে থাকবে। আমি ব্যক্তিগতভাবে ও বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে কোনাবাড়ী থানা প্রেসক্লাব কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কোনাবাড়ী থানা প্রেসক্লাবে যে সকল সাংবাদিকবৃন্দরা আছেন তারা সবাই দক্ষ ও বিচক্ষণ সাংবাদিক। সকল সাংবাদিকদের সামনের দিকে পথ চলা সহজ হোক ও সুন্দর হোক এই কামনা করে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সর্বোচ্চ সফলতা ও উন্নয়নের জন্য দোয়া করেন।

অতীব আনন্দঘন মুহূর্তে কোনাবাড়ী বাস স্ট্যান্ড সংলগ্ন কাচ্চি বাড়ী রেস্টুরেন্টে সংক্ষিপ্ত বক্তব্য শেষে রাতের ডিনার করে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

RELATED ARTICLES

Most Popular