Monday, December 23, 2024
Homeদুর্ঘটনাগাইবান্ধার সাদুল্লাপুরে ৪ ঘন্টার ব্যবধানে মারা গেলেন স্বামী-স্ত্রী

গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ ঘন্টার ব্যবধানে মারা গেলেন স্বামী-স্ত্রী

মো: রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে স্বামীর মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে তার স্ত্রীও মৃত্যুবরণ করেছেন। সোমবার (৯ ডিসেম্বর) পারিবারিক সূত্রে জানা যায়,বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুর গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বার্ধক্যজনিত কারণে মারা যান নজির হোসেন আকন্দ (৭৫)। তার মৃত্যুতে স্ত্রী রশিদা বেগমের (৬০) মানসিক অবস্থা এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে তিনি সন্ধ্যায় স্ট্রোক করেন। স্থানীয়রা দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নজির হোসেন আকন্দের নাতি মো. হাফিজুর রহমান বলেন,আমার দাদা বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল। এক সপ্তাহ আগে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে যান। দাদা ও দাদির মধ্যে অসম্ভব ভালোবাসা ছিল। দাদার মৃত্যুর খবর দাদি সহ্য করতে পারেননি। ফলে দুজনই একই দিনে পৃথিবী ছেড়ে চলে গেলেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। আগামীকাল (১০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবার ও স্বজনরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

RELATED ARTICLES

Most Popular