Monday, December 23, 2024
Homeদেশপলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মো: রবিউল ইসলাম, ক্রাইম রিপোর্টার:

সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী‌তে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বু‌দ্ধিজীবী‌ দিবস পা‌লিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকালে পলাশবাড়ী পৌর শহরের সিএমবি সংগ্লন্ন বদ্ধভূমিতে পুস্পমাল্য অর্পন,আলোচনা সভা ও শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ দিবসটি উপলক্ষে বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ প্রশাসক ও নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার,পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্ট,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কমল চন্দ্র, বীরমুক্তিযোদ্ধা ওয়াদুদ সরকার, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশফেকুর রহমান রিপন। এছাড়াও পলাশবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, সরকারি কলেজ এর বিএনসিসির টিম, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

Most Popular