Monday, December 23, 2024
Homeঅপরাধসাংবাদিক দেখে ফেনসিডিলের ব্যাগ ফেলে পালানেল মাদক ব্যবসায়ী

সাংবাদিক দেখে ফেনসিডিলের ব্যাগ ফেলে পালানেল মাদক ব্যবসায়ী

নালিতাবাড়ী প্রতিনিধি।

শেরপুরের নালিতাবাড়ীতে দুই সাংবাদিক কে দেখে ভো-দৌর দিলেন দুই ফেনসিডিল মাদক চোরাকারবারি।পেশাগত কাজে যাচ্ছিলেন দুই সংবাদকর্মী। একই পথে মোটর সাইকেলে হাঁকিয়ে ব্যাগভর্তি ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন মাদক পাচারকারীরা।সাংবাদিক দেখে মটর সাইকেলের গতি বাড়িয়ে ফেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন যান ওই মাদক চুরাকারবারী। ব্যাগভর্তি ফেনসিডিলও ততক্ষণে ব্যাগ ফেটে রাস্তায় ছড়িয়ে পড়ে।

কোনো উপায়ান্তর খুজে না পেয়ে ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল এবং ৫০ বোতল ফেনসিনডিল রেখেই দৌড়ে পালায় ওই মাদক চুরাকারবারী। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দৈনিক সংগ্রাম পত্রিকার নালিতাবাড়ী প্রতিনিধি আল হেলাল ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি সারোয়ার হোসেন বিকেলে মোটরসাইকেল যোগে পেশাগত কাজে শহরের বাইরে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিনগর বাইপাস এলাকায় তাদের দেখে মাদক পাচারকারী ব্যক্তি বেপরোয়া গতিতে তার মোটরসাইকেল চালানো শুরু করেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির পেছনে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়লে ব্যাগে রাখা ৫০ বোতল ফেনসিডিল রাস্তা ছড়িয়ে পড়ে।ফলে দ্রুত ওই মাদক কারবারী মোটরসাইকেল ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোটরসাইকেল ও ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে আসে।থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

Most Popular