Monday, January 13, 2025
Homeদুর্ঘটনাঝিনাইদহ কালীগঞ্জে ট্রলির চাপায় ইজিবাইকের দুই যাত্রীর মর্মান্তিক মৃত্য।

ঝিনাইদহ কালীগঞ্জে ট্রলির চাপায় ইজিবাইকের দুই যাত্রীর মর্মান্তিক মৃত্য।

মাহাবুবুর রহমান। ঝিনাইদহ থেকে।

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) নামের এক গৃহবধু ও ফিরোজ হোসেন (২২) নামের ইজিবাইক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে ।

খোজ নিয়ে জানাগেছে , চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিক নগর এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ি যাত্রীবাহী ইজিবাইটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয় ।

এ সময় গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই গাড়িতে তার মৃত্যু হয় ।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান , আমাদের এখানে আসার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়েছে ।

বার বাজার হাইওয়ে থানার ওসি মোহসিন হোসেন জানান , ট্রলির চাপায় দুজন নিহত হয়েছে । এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে মামলা হবে ।

RELATED ARTICLES

Most Popular